ভয়াবহ দূর্ঘটনার পরও প্রাণে বাঁচলেন বিশ্বখ্যাত গল্ফ তারকা টাইগার উড
প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ৫:৩২ পূর্বাহ্ণ
নিউজ ডেস্ক: গাড়ি দূর্ঘটনায় ভয়ঙ্কর ভাবে আহত হলেন বিশ্বখ্যাত গল্ফ খেলোয়াড় ৪৫ বছর বয়সী টাইগার উডস। লস অ্যাঞ্জেলেসে একটি গাড়ি দূর্ঘটনায় মারাত্মক ভাবে জখম হয়েছেন তিনি। আহত গল্ফ তারকাকে দূর্ঘটনাস্থলের কাছেই এক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। তাঁর পা গুরুতর জখম হয়েছে বলে জানা গেছে। বলা হচ্ছে, এয়ারব্যাগসের জন্য এ যাত্রায় প্রাণ রক্ষা হল এই তারকার।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭ টা ১২ মিনিটের সময় টাইগার উডসের গাড়ি দূর্ঘটনার কবলে পড়ে। তাঁর এজেন্ট ড্যানিয়েল এক বিবৃতিতে জানিয়েছেন, “টাইগার উডস আজ সকালে ক্যালিফোর্নিয়ায় এক গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন, তাঁর পায়ে আঘাত লেগেছে। অস্ত্রোপচার চলছে।”
সংবাদমাধ্যমের দাবি, যখন গাড়ি দূর্ঘটনাগ্রস্থ হয়, তখন উডস নিজেই গাড়ি ড্রাইভ করছিলেন। গাড়ির গতিও নাকি বেশি ছিল। বেসামাল হয়ে গাড়িটি ধাক্কা দেয় ডিভাইডারে এবং ঘটে মারাত্মক দূর্ঘটনা। জায়গাটি খাড়া হওয়ায় গাড়িটি বেশ কয়েকবার পাক খেয়ে নীচে পড়ে যায়। অন্য কোন গাড়ির সাথে সংঘর্ষ হয়নি। চলন্ত অবস্থায় ভারসাম্য হারিয়ে রাস্তার বাইরে চলে গেলে ভীষনভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে উডসের গাড়ী। উডসের পা জখম হয়েছে, তবে তাতে প্রাণের ঝুঁকি নেই বলেই জানা গেছে।
একটি রিপোর্টে দাবি করা হয়েছে, এয়ারব্যাগের জন্যই প্রাণে বেঁচেছেন উড। এয়ারব্যাগ সঠিক সময়ে খুলে যাওয়ায় আর গুরুতর জখম হননি এ গল্ফ সুপারস্টার। উল্লেখ্য, টাইগার উডস সারা বিশ্বে গলফ খেলোয়াড় হিসেবে সুপরিচিত ও সমাদৃত। সারা বিশ্বে গলফের একাধিক রেকর্ড নিজের নামে করেছেন এই আমেরিকান পেশাদার গল্ফ তারকা।
গত মাসেই পঞ্চমবারের মতো পিঠে অস্ত্রপচার হয়েছে এই গলফ কিংবদন্তি টাইগার উডসের।
২০২১ সালে তাঁকে ওয়ার্ল্ড গল্ফ হল অফ ফ্রেমের মধ্যেও অন্তর্ভুক্ত করা হবে। এখন অবধি তিনি ১৫ টি নামী পেশাদার গল্ফ প্রতিযোগিতা জিতেছেন।