‘একটা স্বপ্ন লাতুর ট্রেন চড়ে করিমগঞ্জ যাব আমরা’
প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ৭:৩৮ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক ঃ
বীর মুক্তিযোদ্ধাগণের সম্মানি ভাতা ইলেকট্রনিক পদ্ধতিতে প্রদান কার্যক্রম অনুষ্ঠানে যুক্ত হয়ে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ সিরাজ উদ্দিন।
বক্তব্যের এক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘মাননীয় নেত্রী সমগ্র বড়লেখাবাসীর একটা দাবি ছিল রেল লাইন। এটাকে বলা হত লাতুর ট্রেন। এটা নিয়ে আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছি। ২০০৮ সালের নির্বাচনে আমাদের এমপি শাহাব উদ্দিন নির্বাচিত হওয়ার পর তিনি পার্লামেন্টে দাবি উত্তাপন করেন। এ দাবির প্রতি আপনি সমর্থন দেন, গ্রহণ করেছেন। এখন রেল লাইনের কাজ চলছে ধুমধামে।’
‘‘আমাদের অনেক আত্মীয় স্বজন ভারতে আছে। আমার নিজেরও আছে। একটা স্বপ্ন এই ট্রেন চড়ে করিমগঞ্জে যাব আমরা। এটাই আমাদের প্রত্যাশা।’’
সোমবার (১৫ ফেব্রুয়ারি) বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তন প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সিরাজ উদ্দিন এসব কথা বলেন।
গণভবন প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাগণের সম্মানি ভাতা ইলেকট্রনিক পদ্ধতিতে প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মৌলভীবাজারের বড়লেখাসহ ৫ উপজেলায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য দেন তিনি।
বড়লেখা প্রান্তে অনুষ্ঠান সঞ্চালনা করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান।
এসময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি, জেলা প্রশাসক মো. নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান মো. মিছবাহ উদ্দিন, উপজেলা পরিষদ সোয়েব আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা, সোনালী ব্যাংকের সিলেট বিভাগের জেনারেল ম্যানেজার বাবুল মো. আলম, মৌলভীবাজার প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যাসেজার দুলন কান্তি চক্রবর্ত্তী, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, সোনালী ব্যাংক বড়লেখা শাখার ম্যানেজার পবিত্র কুমার হাওলদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন প্রমুখ।