শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন শিক্ষক মাহবুব আহমদের মৃত্যুতে ইউপি চেয়ারম্যানের শোক প্রকাশ
প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২১, ৩:০৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক ঃ
বড়লেখা উপজেলার শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন শিক্ষক মাহবুব আহমদ স্যারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন লন্ডনে বসবাসরত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন।
আজ এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, প্রাক্তন শিক্ষক মাহবুব আহমদ আজ দুপুর ১ টার সময় উনার নিজ বাড়িতে(মুগরিয়া) ইন্তেকাল করেছেন। (ইন্না_লিল্লাহি_ওয়া_ইন্না_ইলাইহি রাজিউন।)
মরহুমের জানাযার নামাজ রাত ৮.৩০ ঘটিকার সময় মুগরিয়া বাড়ি জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে। তিনি দীর্ঘদিন ধরে নানাবিধ জটিল রোগে আক্রান্ত ছিলেন। এবং দেশে বিদেশে
অবস্থানরত ছাত্র ছাত্রীদের সহায়তায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন।