নিজস্ব সংবাদদাতা: পেশাদার ফুটবলে এখন সর্বোচ্চ গোলের মালিক পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো বর্তমানে তাঁর গোলসংখ্যা ৭৬০। রেকর্ডটি নিজের করে নিতে ৩৫ বছর বয়স্ক রোনালদোকে খেলতে হয়েছে ১০৪২ ম্যাচ। ২য় স্হানে থাকা পেলের গোলসংখ্যা ৭৫৭ তারপর রয়েছেন রোমারিও ৭৪৩ টি ও মেসি ৭১৯ টি গোল।