শাহবাজপুর ব্লাড ডোনেট ক্লাব’র উদ্যোগে শতাধিক চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২১, ১১:২৬ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় শাহবাজপুর ব্লাড ডোনেট ক্লাবের উদ্যোগে চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলার উত্তর শাহবাজপুরের পাল্লাথল চা বাগানের শতাধিক চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র হিসেবে জ্যাকেট বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনেরর প্রতিষ্ঠাতা সভাপতি তোয়াহিদুর রহমান টিপু, সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মতিউর রহমান জাকের, কোয়ান সিং, মন্টু আহমদ, লুৎফুর রহমান বাবর, মায়ন আহমদ, মাহমুদ আহমদ প্রমুখ।
উল্লেখ্য, এলাকার প্রবাসী ও বিত্তশালীদের আর্থিক সহযোগিতায় আট শতাধিক শীতার্ত মানুষের শীতবস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে ‘শাহবাজপুর ব্লাড ডোনেট ক্লাব’। এ পর্যন্ত প্রায় সাত শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ সম্পন্ন হয়েছে।