উওর শাহবাজপুরে রাস্তায় আর সিসি ঢালাই কাজ পরিদর্শন
প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২১, ১:৩১ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদকঃ বড়লেখার উপজেলার উওর শাহবাজপুরে আতুয়া থেকে বড়াইল রাস্তায় আর সিসি ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। আজ শনিবার (১৬ জানুয়ারি )
সকাল ১০ টায় ঢালাই এর কাজ পরিদর্শনে আসেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন। এ সময় আরো উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা সহকারী প্রকৌশলী ফজলে রাব্বি, কন্ট্রাকটর সুব্রত দেব, সমাজ সেবক রফিক উদ্দিন আহমদ, ইউপি সদস্য আলিম উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য,আতুয়া থেকে বড়াইল আরসিসি ঢালাই গার্ডওয়াল ও পাকা কাজের জন্য ৭২ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে জানা যায়।
রাস্তাটির কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হলে জনগনের দুঃখ দুর্দশার লাঘব হবে, দ্রুত সময়ে চলাফেরার ব্যাপক সুবিধা পাবে। বৃষ্টির দিনে পানি জমে কাদা হবে না আর রাস্তায়।