করোনার কারনে জনসমাগম করা যাবে না: প্রশাসনের নিষেধাজ্ঞা
প্রকাশিত : ৩১ ডিসেম্বর ২০২০, ১০:৪৬ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
বর্তমানে কোভিড ১৯ এর দ্বিতীয় ঢেউ চলছে। এমতাবস্তায় কোন প্রকার জনসমাগম,ওয়াজ-মাহফিল,কীর্তন,মেলা ও নানারকম সাংস্কৃতিক উৎসব আয়োজনের অনুমতি না দেয়ার জন্য নির্দেশনা প্রদান করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান।
জেলার প্রত্যেকটি উপজেলা নির্বাহী অফিসারদের কাছে এই নির্দেশনা প্রদান করা হয়েছে। এরই প্রেক্ষিতে বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার উপজেলার সকল ইউনিয়ন চেয়ারম্যানদের এই নির্দেশনা প্রদান করেন। চিঠিতে বলা হয়েছে,বর্তমান কোভিড পরিস্থিতির মধ্যে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল, কীর্তন, কমিউনিটি সেন্টারে ও মেলার নামে জনসমাগম হচ্ছে। যা সম্পূর্ন সমীচিন নয়।
করোনা পরিস্থিতি মোকাবেলায় জনসমাগম হয় এমন অনুষ্টানের অনুমতি না দিতে এবং নজরদারী রাখার নির্দেশনা প্রদান করেন বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম আল ইমরান।