বড়লেখায় ২০৮ আধিবাসী শিশুর পরিবারকে জরুরী ত্রাণ সহায়তা
প্রকাশিত : ০৮ নভেম্বর ২০২০, ১১:৫৪ অপরাহ্ণ
মস্তফা উদ্দিন :: চলমান করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় মানবিক সহায়তা হিসেবে মৌলভীবাজারের বড়লেখায় আধিবাসী ২০৮টি শিশুর পরিবারের মাঝে জরুরী ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে। মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের আওতায় ও কমপ্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ –এর সহযোগীতায় এগুলো বিতরণ কর হয়।
রবিবার (৮ নভেম্বর) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার ৭নং খাসিয়া পুঞ্জির ২০৮টি শিশুর পরিবারেরমাঝে এগুলো বিতরণ করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
অনুষ্ঠানে প্রকল্পের চেয়ারম্যান প্রবীনসন সুছিয়াং এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহীঅফিসার মো. শামীম আল ইমরান, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের কো–চেয়ারপার্সন জিডিশন প্রধান,উপজেলা পরিষদেরভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, খাসিয়া সোশ্যাল কাউন্সিলের সহ–সভাপতি ফিলা পতমী প্রমুখ ।