পরিবেশ মন্ত্রীর সুস্থতা কামনায় যুক্তরাজ্যে দোয়া ও মিলাদ মাহফিল
প্রকাশিত : ২২ আগস্ট ২০২০, ৮:১৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:: যুক্তরাজ্যে অবস্থানরত বড়লেখাবাসীর সংগঠন গ্রেটার বড়লেখা এসোসিয়েশন ইউকে এর উদ্যোগে মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য ও পরিবেশ মন্ত্রী মো.শাহাব উদ্দিন এমপির রোগ মুক্তির জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) স্থানীয় সময় বাদ মাগরিব লন্ডনের ব্রিকলন জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিল উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আনোয়ার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী, দপ্তর সম্পাদক হাবিব উদ্দিন, আওয়ামী লীগ নেতা লুৎফুর রহমান, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খান,গ্রেটার বড়লেখা এসোসিয়েশন ইউকের সভাপতি নাজিম আহমদ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি লিয়াকত খান সুফিয়ান আহমেদ, মোঃ শামীম উদ্দিন শামীম আহমদ, সেক্রেটারি মোহাম্মদ হাফিজ উদ্দিন জাকির আহমদ পংকি খান প্রমুখ।