গ্রেটার বড়লেখা এসোসিয়েশন ইউকে’র ঈদ পুনর্মিলনী
প্রকাশিত : ০৪ আগস্ট ২০২০, ৬:১৯ অপরাহ্ণ
যুক্তরাজ্য প্রতিনিধি :: লণ্ডনে গ্রেটার বড়লেখা এসোসিয়েশন ইউকে’র ঈদ পুনর্মিলনী ও এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটনের দেশে প্রত্যাগমন উপলক্ষ্যে এক নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৩ অগাস্ট) সন্ধ্যায় পূর্ব লণ্ডনের একটি রেস্টুরেন্ট এ ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত হয়।
এসোসিয়েশনের সহ সভাপতি লিয়াকত খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আহমদ জুবায়ের লিটন।
পুনর্মিলনীতে আসা সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, করোনায় খাদ্যসংকটে থাকা মানুষের সহায়তা, দরিদ্রদের মধ্যে ঈদ উপলক্ষে উপহার সামগ্রী প্রদানসহ নানাবিধ সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে গ্রেটার বড়লেখা এসোসিয়েশন ইউকে’ তাদের মানবিক দায়িত্ব পালন করে যাচ্ছে। প্রবাসী নতুন প্রজন্মকে সম্পৃক্ত করে সুখে-দুঃখে একে অপরের পাশে থাকার এবং অসহায় দরিদ্রদের সেবায় এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন শামীম আহমদ ,আবু সুফিয়ান ,শামীম উদ্দিন, খলিলুর রহমান মাহবুবুর রশীদ মুসা , জাকির হোসেন , আব্দুস শুকুর , নজুমুল ইসলাম , সায়দুল ইসলাম . আবুল কালাম রুকন , আলীম উদ্দিন , নুরুল ইসলাম, সিরাজ উদ্দিন , পন্কী খান , এনাম উদ্দিন প্রমুখ।
নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।