যে দোয়া পাঠ করলে মাফ হবে জীবনের সমস্ত গুনাহ!
প্রকাশিত : ০৯ জুলাই ২০২০, ১০:৫৭ অপরাহ্ণ
ইসলাম ডেস্ক:: গুনাহ বা পাপ দুই ধরণের। একটি হলো কবিরা গুনাহ অন্যটি সগীরা গুনাহ। মহান আল্লাহ তা’য়ালা কবিরা গুনাহ হয়ত কখনোই মাফ করবেন না। তবে সগীরা গুনাহ মাফ করবেন।
অবশ্য সগীরা গুনাহ থেকে মুক্তি পেতে হলে নির্দিষ্ট কিছু আমল করতে হবে। সগীরা গুনাহ মাফের জন্য অনেকগুলো আমলের মধ্যে একটি আমল সম্পর্কে জেনে নিন।
সহিহ বুখারী শরীফের একটি হাদিসে উল্লেখ আছে, যে ব্যক্তি ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী’ প্রতিদিন ১০০ বার পাঠ করবে সমুদ্রের ফেনা পরিমান (সগীরা) গুনাহ থাকলেও তাকে মাফ করে দেওয়া হবে। [সহীহ আল-বুখারী-৭/১৬৮,সহীহ মুসলিম-৪/২০৭১]
উচ্চারণ : ‘আল্লাহুম্মাগফিরলি খতিআতি, ওয়া জাহলি, ওয়া ইসরাফি ফি আমরি, ওয়া মা আংতা আ’লামু বিহি মিন্নি, আল্লাহুম্মাগফিরলি হাযলি, ওয়া জিদ্দি, ওয়া খতায়া, ওয়া আমাদি, ওয়া কুল্লু জালিকা ইংদি।’
অর্থ : ‘হে আল্লাহ! আপনি ক্ষমা করে দিন আমার ভুল-ত্রুটিজনিত গুনাহ, আমার অজ্ঞতা, আমার বাড়াবাড়ি এবং আর যা আপনি আমার চেয়ে বেশি জানেন। হে আল্লাহ! আপনি ক্ষমা করে দিন আমার হাসি-ঠাট্টামূলক গুনাহ, আমার প্রকৃত গুনাহ, আমার অনিচ্ছাকৃত গুনাহ এবং ইচ্ছাকৃত গুনাহ, এসব গুনাহ যা আমার মধ্যে আছে।’
সূত্র : আবু মুসা আশআরি (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) দোয়া করতেন, হে আল্লাহ! আপনি ক্ষমা করে দিন আমার ভুল-ত্রুটিজনিত গুনাহ, আমার অজ্ঞতা, আমার বাড়াবাড়ি এবং আর যা আপনি আমার চেয়ে বেশি জানেন। হে আল্লাহ! আপনি ক্ষমা করে দিন আমার হাসি-ঠাট্টামূলক গুনাহ, আমার প্রকৃত গুনাহ, আমার অনিচ্ছাকৃত গুনাহ এবং ইচ্ছাকৃত গুনাহ, এসব গুনাহ যা আমার মধ্যে আছে। (বুখারি, হাদিস : ৬৩৯৯)