জননেতা কামরান
প্রকাশিত : ১৫ জুন ২০২০, ১:২৬ অপরাহ্ণ
জননেতা কামরান
জাহাঙ্গীর আলম
আকালের এই কালে দেখি সবাই নেতা হায়
ফেসবুক-বিলবোর্ড-ব্যানারে শুধু নেতাই শোভা পায়!
রাজপথে লড়াই করা জনমানুষের নেতা তুমি
তোমার বিদায়ে কাঁদছে দেখো প্রিয় পূণ্যভূমি !
দলের দুঃসময়েও কাণ্ডারী হয়ে ছিলে অবিচল
তোমার উপরে ছিলো তৃণমূলের দৃঢ় মনোবল
ইউপি চেয়ারম্যান থেকে হয়েছিলে নগরপিতা
ইতিহাসের সোনার পাতায় থাকবে তোমার কথা।
তুমি ছিলে তুমি থাকবে সুরমা যতদিন বহমান
প্রিয় জননেতা তুমি বদর উদ্দিন আহমদ কামরান!