বড়লেখায় পৌনে ২ কোটি টাকা প্রতারণা মামলায় জামায়াত নেতা ফয়সল গ্রেফতার
প্রকাশিত : ০৮ জুন ২০২০, ৬:১৮ অপরাহ্ণ
বড়লেখার ডাক :: বড়লেখায় পৌনে ২ কোটি টাকা প্রতারণা মামলায় অবশেষে গ্রেফতার হলেন জামায়াত নেতা ফয়সল আহমদ। গত রোববার রাত দেড়টার দিকে থানার এসআই রাকিব মোহাম্মদের নেতৃত্বে পৌরশহরের বাসায় রেইড দিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। সোমবার আদালতের মাধ্যমে পুলিশ তাকে জেল হাজতে প্রেরণ করেছে।
জানা গেছে, ব্রিকফিল্ড ব্যবসায়ী ময়াদ আহমদ পৌনে ২ কোটি টাকা প্রতারণার অভিযোগে গত ২২ জানুয়ারী হাবিবুর রহমান হাবিবকে ১ নম্বর ও জামায়াত নেতা ফয়সল আহমদকে ২ নম্বর আসামী করে থানায় প্রতারণা মামলা করেন। এ মামলার প্রধান আসামী হাবিবুর রহমান হাবিব গত ১৭ মার্চ জামিন নিতে গেলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেন। ২ নম্বর আসামী জামায়াত নেতা ফয়সল আহমদ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার পৌরশহরের বাসায় রেইড দিয়ে তাকে গ্রেফতার করে।
থানার ওসি ইয়াছিনুল হক জানান, বড়লেখা থানায় এক ব্যবসায়ীর দায়েরকৃত প্রতারণা মামলার পলাতক আসামী হিসেবে পুলিশ তাকে গ্রেফতার করেছে। সোমবার আসামীকে আদালতে সোপর্দ করা হয়।