এক অপূর্ব মিলবন্ধনের গল্প
প্রকাশিত : ২৭ মে ২০২০, ১০:৪৫ অপরাহ্ণ

যদিও বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারনে এবারের ঈদুল ফিতরের আনন্দে কিছুটা ভাটা পড়েছে। মানুষ স্বাস্থ্য বিধির শৃঙ্খলে আবদ্ধ হলেও চিরাচরিত আনন্দের তেমন কোন কমতি ছিলনা বলেই মনে হয়েছে। রেডিও টেলিভিশনে ঈদের বিশেষ অনুষ্টানাদি বরাবরের মতই ছিল এখনো বিদ্যমান আছে।প্রতিদিন টেলিভিশনে ছায়াছবি,ভিন্ন আঙ্গিকের গান নাটক সবই প্রচারিত হয়েছে।
তবে পরিতাপের বিষয়, ঈদুল ফিতরের আবশ্যকীয় অংশ সেই কালজয়ী সঙ্গীতঃ ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ,,,এবার রেডিও টেলিভিশনে অনুপস্থিত ছিল। এ গানটি শুধু আনন্দের নয়, এটিতে ঈদুল ফিতরের শিক্ষা অনুরণিত হয়েছে।
১৯৩১ সালে সুর সম্রাট আব্বাস উদ্দিনের অনুরোধে জাতীয় কবি নজরুল ইসলাম এ গানটি রচনা করেছিলেন। সেই সময়ে ইসলামিক গান প্রচার করা নিষিদ্ধ ছিল। আব্বাস উদ্দিন ছিলেন গ্রামোফোন কোম্পানির নিয়মিত শিল্পী। অধিকার বলেই তিনি গানটি রেকর্ডিং করে চাকরি যাওয়ার ভয়ে কলকাতা থেকে গ্রামে চলে আসেন। রমজানের শেষের দিকে গানটি রিলিজ পেলে কলকাতার অলি গলিতে গানটি বাজতে শুরু করলে বেশ জনপ্রিয় হয়ে উঠে।আর সে সময় থেকে গানটি ঈদুল ফিতরের সাথে ওতোপ্রোতভাবে জড়িয়ে যায়।আর এই গানটির মধ্য দিয়েই বাংলা গানের ভূবনে ইসলামিক গানের এক সোনালি অধ্যায় সংযোজিত হল। আজ ঈদুল ফিতর ঠিকই পালিত হলো কিন্ত কোথাও গানটি প্রচারিত হলো না। যদিও মাননীয় প্রধানমন্ত্রী ঈদুল ফিতরের পূর্বের দিন তাঁর জাতির উদ্দেশ্যে ভাষণে গানটির কথামালা উদ্ধৃত করেছেন। এবারের ঈদুল ফিতর ২৫ মে উদযাপিত হল আর অন্যদিকে ছিল কালজয়ী অমর গানের স্রষ্টা নজরুলের জন্মবার্ষিক, কী এক অপূর্ব মিলবন্ধন।
লেখক :: সিনিয়র শিক্ষক
দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়
বড়লেখা, মৌলভীবাজার