বড়লেখায় করোনা সন্দেহে ৩ জনের নমুনা সংগ্রহ: এলাকায় আতঙ্ক
প্রকাশিত : ০৮ এপ্রিল ২০২০, ৩:৪৭ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় করোনাভাইরাসের উপসর্গ সন্দেহে জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত এক ব্যক্তি ও তার সংস্পর্শ আসা আরও দুইজনের নমুনা সংগ্রহ করা হয়েছে । আজ বুধবার নমুনা সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস ।
সন্দেহভাজন ওই রোগী উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বোয়ালী গ্রামের বাসিন্দা। তিনি গত ৮দিন ধরে জ্বর, সর্দি, কাশি উপসর্গে ভুগছেন বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। এদিকে এ নিয়ে করোনা আক্রান্ত সন্দেহে এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে। ইতিমধ্যেই ওই গ্রামসহ আশপাশের কয়েকটি গ্রাম স্বেচ্ছায় লকডাউন করে দিয়েছে এলাকাবাসী।
জানা গেছে, বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বোয়ালী গ্রামের এক যুবক গত ৮ দিন ধরে জ্বর ও সর্দি-কাশিতে ভুগছিলেন। এ নিয়ে করোনা ভাইরাসের উপসর্গ সন্দেহে এলাকায় গুঞ্জন শুরু হয় । মানুষের মধ্যে দেখা দেয় চরম আতঙ্ক। মঙ্গলবার সন্ধ্যায় পুরো গ্রামকে স্বেচ্ছায় লকডাউন করে দেয় গ্রামবাসী। এরপর আশপাশের গ্রামগুলোতেও স্বেচ্ছায় লকডাউনের হিড়িক পড়ে যায়। খবর পেয়ে বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, রত্নদীপ বিশ্বাসের নেতৃত্বে একটি মেডিককেল টিম ওই রোগীর বাড়িতে যান। এসময় জ্বর সর্দি কাশি আক্রান্ত ওই ব্যক্তিসহ তার সংস্পর্শে আসা পরিবারের আরো দু সদস্যের নমুনা সংগ্রহ করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, রত্নদীপ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য আজকেই পাঠানো হবে।সন্দেহভাজনদের হোম কোয়ারেন্টেইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।